• বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪২৯

আইন-আদালত

যুদ্ধাপরাধী মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলিম গ্রেফতার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৭ মে ২০২৩

আব্দুল মান্নান পল্টন' ময়মনসিংহ ব‍্যুরো:
যুদ্ধাপরাধী মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলিম উদ্দিন( ৮৫)কে গ্রেপ্তার করেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ। রবিবার বেলা পোনে ১২টার দিকে গাজিপুর জেলার শ্রীপুর থানাধীন কাওরাইত ইউনিয়নের বেলদিয়া গ্রামের তার মেয়ে রিনা আক্তারের জামাই বাড়ি থেকে তাকে গ্রফতার করা হয়।
গ্রেপ্তার অভিযানের নেতৃত্বে ছিলেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মগুনে বহুল আলোচিত ওসি রাসেদুজ্জামান রাসেদ।
পাগলা থানা পুলিশ সুত্রে জানা যায়
২০১৬ সালে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল কোটে আলিম উদ্দিনের বিরুদ্ধে মামলা রুজু হয়। দীর্ঘ তদন্ত ও সাক্ষী প্রমাণশেষে ২০১৭ সালে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আদালতের বিচারক আলিম উদ্দিনকে যাবজ্জীবন সাজা প্রদান করে।
যাবজ্জীবন সাজা ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি।
যুদ্ধাপরাধী আলিম উদ্দিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন সাধুয়া গ্রামের মরহুম আব্দুল গফুর খানের ছেলে।
স্বাধীনতা সংগ্রাম চলাকালীন তার নিজ এলাকা সাধুয়াসহ পাগলা ও গফরগাঁও থানার বিভিন্ন এলাকায় হত‍্যা' ধর্ষণ' লুটপাট'মুক্তিকামী মানুষের বাড়িতে অগ্নিসংযোগসহ নানা গুরুত্বর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসদুজ্জামান সাংবাদিক আব্দুল মান্নান পল্টনকে জানান গ্রেপ্তার যুদ্ধাপরাধী আলিমকে আজ রবিবার দুপুর আড়াইটার দিকে আদালতের মাধ‍্যমে ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads